শুক্রবার ১৩ আগস্ট ২০২১ - ১৪:২৫
হুজ্জাতুল ইসলাম মাওলানা ড: রিজওয়ানুস সালাম খান

হাওজা / ইমাম হোসায়েন (আঃ) অন্যায়ের প্রতিবাদে নিজের, নিজ পরিবার এবং নিজের একনিষ্ঠ সঙ্গী-সাথীদের আত্ম বলিদানের মাধ্যমে ন্যায়ের জীবনদান করেছেন যার কোন নজির বিশ্বে আর নেই।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, আস সালামু আলাল হোসায়েন – ওয়া আলা আলী ইবনিল হোসায়েন বর্তমান যুগে ইমাম হোসায়েন (আঃ)-এর ন্যায় বলিদান যুগের সমস্যা সমাধানে সব থেকে বেশি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।

আজ বিশ্বে জুলুম, অত্যাচার, অন্যায় ও অবিচার বিস্তার হয়েই চলেছে। ইমাম হোসায়েন (আঃ) অন্যায়ের প্রতিবাদে নিজের, নিজ পরিবার এবং নিজের একনিষ্ঠ সঙ্গী-সাথীদের আত্ম বলিদানের মাধ্যমে ন্যায়ের জীবনদান করেছেন যার কোন নজির বিশ্বে আর নেই। সেই সব মহাত্মাদের স্বরণে নূরুল ইসলাম একাডেমির পক্ষ থেকে এগারদিন ব্যাপী মজলিসের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে ইরান ও ইরাকে শিক্ষানগরীতে অধ্যায়ণরত আমাদের বাংলার আলেমগণ বক্তব্য রাখবেন।

আলহামদুলিল্লাহ, ৩০শে যিলহিজ্জাতুল হারাম দশ মহররমুল হারাম পর্যন্ত ইনশা আল্লাহ রোজ ভারতীয় সময় ঠিক বিকাল ৪:৩০ মিনিটে থেকে ৫:৩০ পর্যন্ত ইমাম হোসেন (আঃ) ও তাঁর সঙ্গী-সাথীদের শাহাদতের শোকানুষ্ঠান অন লাইনে অনুষ্ঠিত হচ্ছে।

উক্ত শোকানুষ্ঠানে আপনাদের সকলকে সপরিবারে উক্ত সময়ে উপস্থীত হয়ে পবিত্র কুরআন ও আহলেবাইত (আঃ)-এর আলোচনা শোনার আহবান জানানো হচ্ছে।

হে আল্লাহ! বর্তমান যুগের হোসয়েন (আঃ), ফাতেমা যাহরার ইউসূফ, বাকিয়াতুল্লাহিল আযাম হযরত মাহদী মাউদ (আলাইহিস সালাম)-কে দ্রুত আমাদের মাঝে পাঠিয়ে দিন এবং তাঁর সহচর ও সৈন্য হওয়ায় তৌফিক দান করুন, আমীন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha